কক্সবাজারের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুজনকেই চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবিরের নেতৃত্বে একটি টিম চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নবী হোছাইন চৌধুরীকে শনিবার গ্রেফতার করে। তার বিরুদ্ধে গরু চুরি, হত্যাচেষ্টা, লুঠপাট ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেনকে চট্টগ্রাম থেকে গতরাতে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ