বাগেরহাটের মোংলা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নাসির হাওলাদারের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের দ্বিগরাজে এই মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়েছে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, শেখ হেমায়েত হোসেন, মরজিনা বেগম, শেখ জিহাদুল ইসলাম মহিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা নাসির একজন সন্ত্রাসী ও মাদক কারবারি। বিগত সরকারের আমলে তার অপকর্মে এলাকার মানুষ ছিল অতিষ্ঠ। ৪ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রজনতার উপর গুলি চালায় এই নাসির। পলাতক এই সন্ত্রাসীকে গত ১০ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট অভিযানে খুলনার সোনাডাঙ্গা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বক্তারা এই সন্ত্রসীর ফাঁসির দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই