বিশ্বের তরুণদের দক্ষ করে যুব ক্ষমতায়নের মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে কাজ করছে ইউসিএস বিডি নামে সামাজিক সংগঠনটি। শনিবার সকাল ১০ টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে এই কর্মশালাটি পালন করা হয়।
তরুণদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে ও ভাষা শহীদদের স্মরণে পরিবেশবান্ধব করতে ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ ইউসিএস বিডি ফেনী শাখার উদ্যোগে এমন কর্মশালা পালন করা হয়।
কর্মশালায় তিনটি বোতল জমা দিলে একটি গাছ দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী জুয়েলার্স এর স্বত্বাধিকারী রোটারিয়ান জিয়াউদ্দিন বাবলু, ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ মিনিস্ট্রি বোর্ডের ইমিডিয়েট ফাস্ট রিপ্রেজেন্টেটিভ তরুণ উদ্যোক্তা ওআই সি এস বিডিএম তাহসিন উল ইসলাম ফারহান, ডিস্ট্রিক্ট পাইলট ওয়াইচিএস বিডিএম আদ্রিতা তাবাসসুম অমি ও এনসিয়াল স্পেশাল এইট ওয়াইসিএস বিডিয়ান ওমর সানি।
বিডি প্রতিদিন/হিমেল