দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় বখাটের ছুরিকাঘাতে আহত কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত কিশোরী মাহি আক্তার (১৬) কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামের জুয়েল ইসলামের মেয়ে। মাহি আক্তার ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল বলে পরিবার জানায়।
এদিকে, বখাটে যুবক কাহারোল উপজেলার ভাতগাঁ গ্রামের শাহিনুর ইসলামের ছেলে আসিফ হোসেন (১৮) বলে জানা যায়।
কিশোরীকে ছুরিকাঘাতের ঘটনায় বাবা জুয়েল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আসিফ হোসেন (১৮)কে গ্রেফতার করে পুলিশ।
কাহারোল থানার ওসি মো. রুহুল আমিন ও এলাকাবাসী জানান, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় দ্বীপনগর গ্রামের জুয়েল ইসলামের স্কুলপড়ুয়া মেয়ে মাহি আক্তার মাগরিবের নামাজ পড়ছিল। এ সময় একই ইউনিয়নের ছোট ভাতগাঁ গ্রামের শাহিনুর ইসলামের ছেলে আসিফ ইসলাম (১৮) ছাত্রীর বাড়িতে অতর্কিত প্রবেশ করে তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় এবং বিকালে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
ওসি (পরিদর্শক) রুহুল আমিন জানান, মেয়েটিকে প্রায় উত্ত্যক্ত করতো আসিফ। বুধবার দিবাগত রাতে মেয়েটির বাড়ীতে গিয়ে ওই ঘটনা ঘটায় সে। পরে খবর পেয়ে রাতেই অভিযুক্ত আসিফ ইসলামকে তার বাড়ি থেকে আটক করি।
বিডি প্রতিদিন/জামশেদ