কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক ব্রাহ্মণবাড়িয়া গঠনে সবার যে সংগ্রাম তাতে প্রেসক্লাবের নব নির্বাচিত এই কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি সবাই মিলে একসাথে কাজ করলে একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়ে উঠবে।
তিনি বলেন, ৫ আগস্টের আগে বিভিন্ন ভুল থেকে সকলকে শিক্ষা নিয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।
গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়ার হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বক্তব্য রাখেন।
পরে নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ কার্যনির্বাহী কমিটির সবাইকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইব্রাহিম খান সাদত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ, কোষাধক্ষ্য মোশাররফ হোসেন বেলাল, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান খান, আইসিটি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এ.বি.এম. মমিনুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তারিকুল ইসলাম রোমা, বিএনপি নেতা আলী আজম, মাইনুল হোসেন চপল, যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সহ সভাপতি রাশেদ কবীর আখন্দসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ