রাজশাহী মহানগরীর ভাড়া বাড়ি থেকে এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে হত্যার পর আগুন দিয়ে মাথা ও বুক পুড়িয়ে দেওয়া হয়েছে। নিহত নারীর নাম হেলেনা (৩৫)। তার বাবার নাম নায়েক আলী। তার বাড়ি চন্দ্রিমা থানার নামো ভদ্রা এলাকায় রেল লাইনের পাশে।
স্থানীয়রা জানান, ভাড়া বাড়ির একটি ঘরে হেলেনা একা বসবাস করতেন। দুই বছর আগে তালাক হওয়ার পর রয়েল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। ওই ব্যক্তির বর্তমান সংসারে আগের স্ত্রী আছে। এ নিয়ে হেলেনার সঙ্গে রয়েল ও তার স্ত্রীর প্রায়ই ঝগড়া লেগে থাকতো। শুক্রবার গভীর রাতে সবাই শবে বরাতের নামাজে থাকার কোন এক ফাঁকে হেলেনাকে কেউ হত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, লাশ উদ্ধারের পর রাজশাহী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তবে হেলেনার পরিবারের কেউ এখনও থানায় অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর মামলা হবে। না হলে পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবে। এ ঘটনায় তাদের তদন্ত চলমান বলেও জানান ওসি।
উল্লেখ্য, হেলেনা দুই বছর আগে সৌদী আরবে কর্মরত অবস্থায় ছিলেন। সেখান থেকে ফিরে রেললাইনের পাশে বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
বিডি প্রতিদিন/জামশেদ