দিঘী ইউনিয়ন ইসলামি কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিঘী ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাঃ আশিকুর ইসলাম ছানোয়ার, শেখ মুহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও ইসলামি চিন্তাবিদ অধ্যাপক এ বি এম সিরাজুল মামুন, দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শেখ মাহবুবুর রহমান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টটিউট এর পরিচালক ইঞ্জিনিয়ার ড. ফারুক হোসেন, মুফতি মোহাম্মদ হান্নান বিশিষ্ট ইসলামি চিন্তাবিদবৃন্দ।
প্রতিযোগিতায় আটশত প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে বিজয়ী পঞ্চাশ জনকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রতিযোগী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ