টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে রহমত উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলার শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রহমত উল্লাহ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মো. রশিদের ছেলে।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত রহমতের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও খুনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।
এদিকে, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আলী (৪০) নামে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। দিবাগত রাতে কুতুপালং ক্যাম্পের এক্সটেনশনের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ আলী উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল খালেকের পুত্র।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন জানান, রাতে উখিয়ার ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা মোহাম্মদ আলীর সঙ্গে একই ব্লকের প্রতিবেশী আরিফুল্লাহর (৩৫) বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/নাজিম