বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সিরাজুল ইসলাম (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৪৯ ও ৫০ এর মধ্যবর্তী আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে চোরাই গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন সিরাজুল ইসলাম। এতে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ইমরান জানান, আহত মোহাম্মদ সিরাজুল ইসলাম কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডভুক্ত নতুন কচ্ছপিয়া পাড়ার বাসিন্দা।
বিডি প্রতিদিন/কেএ