তারুণ্যের উৎসব উপলক্ষে দিনাজপুরে স্কেটিং আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে ধারন করে শুক্রবার সকালে শহরের শিশু পার্ক স্কেটিং গ্রাউন্ড থেকে আনন্দ র্যালি বের হয়। জেলা প্রশাসন আয়োজিত আনন্দ র্যালিটি শহরের হাসপাতাল মোড়, লিলির মোড়, বাহাদুর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিশু পার্ক স্কেটিং গ্রাউন্ডে গিয়ে শেষ হয়।
এসময় স্কেটিং র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর-এ-আলম, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব আকরাম হোসেইন, দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী বাবু, প্রশিক্ষক নুরুল ইসলাম নুরু রোলার স্কেটিং জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাদ্দাত পিয়াস পাটোয়ারী উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও দুই শতাধিক ছোট বড় স্কেটিং খেলোয়াড় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ