মসজিদে নামাজরত অবস্থায় আব্দুল আলিম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার ফেনীর শহরতলীর তমিজিয়া জামে মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, অন্যান্য দিনের মতোই আলিম তমিজিয়া মসজিদে নামাজ পড়তে আসে। সেখানে নামাজের মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে জায়নামাজে হেলে পড়েন এবং এ অবস্থাতেই তার মৃত্যু হয়। তিনি ওই মসজিদে নির্মাণ শ্রমিক হিসেবে দীর্ঘ ১ মাস যাবত কাজ করছিলেন। তার বাড়ি ঢাকার সাভার এলাকায়।
বর্তমানে তার লাশটি ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
ফেনী সদর হাসপাতালের পুলিশ ইনচার্জ মিরাজ হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যুর সংবাদ পেয়েছি। লাশটি বর্তমানে মর্গে রাখা হয়েছে। মৃত আলিমের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল