ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৪২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।
বাঞ্ছারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আশেক এমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রৌকশলী মো. রকিব উল্লাহ।
অনুষ্ঠানটি উদ্ধোধন করেন, বাঞ্ছারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কিশোরগঞ্জ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।
বাঞ্ছারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি নূর মুহাম্মদ জমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক, বাঞ্ছারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশন আয়ারল্যান্ড প্রতিনিধি জুয়েল আহম্মদ জালালী, চীফ ইনস্ট্রাক্টর ইলেক্ট্রিক্যাল মো. আমান উল্লাহ, সুজন স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. জালাল উদ্দিন, সাংবাদিক এম এ আউয়াল, উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর, কবি ও ছড়াকার কবির হুমায়ুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ