গাজীপুরে গাজীপুর এনিমেল হেল্থ এমপ্লয়িজ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত বাঁশরী পিকনিক স্পটে এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। জমকালো এই অনুষ্ঠানে অংশ নেন ডাক্তার, কেমিস্ট, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগণ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। সেখানে অংশগ্রহণকারীরা মেতে ওঠেন বিভিন্ন খেলাধুলা, পুরনো স্মৃতি, হাসি-ঠাট্টায় এবং উচ্ছ্বাসে।
গাজীপুর এনিমেল হেলথ্ এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল মোমিন (পলাশ) এর সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়াম ইয়াজ পোল্ট্রি ফিড এন্ড মেডিসিনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিব ইবনে রশীদ পরাগ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ লুৎফর রহমান ব্যবস্থাপনা পরিচালক ভেট কেয়ার ল্যাব, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম হুমায়ুন কবির সিইও, আরজিল এন ই বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শাহীন মিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গাজীপুর, ডাঃ মোঃ মাহমুদুর রহমান ব্যবস্থাপনা পরিচালক রোভেন্টা ভেট ফার্মা, আলহাজ্ব মোঃ মাসুদুর রহমান, শ্রীপুর এগ্রো ভেট রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ