গাজীপুরের শ্রীপুরে অবৈধ উপায়ে মাটি কাটায় দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— গাজীপুর জেলার সদর থানার পিরুজালী গ্রামের মনজুরুল ইসলাম (২৮) ও আরিফ হোসেন বেপারি (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে অবৈধ উপায়ে মাটি কাটার দায়ে ১৩টি ডাম্প ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন। পরে অবৈধভাবে আর মাটি কাটবে না— এমন শর্তে মুচলেকা দিয়ে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়। তবে ওই মুচলেকার তোয়াক্কা না করে তারা আবারও রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ডাম্প ট্রাকসহ হাতেনাতে আটক করা হয় দুজনকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, বেশ কিছুদিন ধরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করা হচ্ছিল, যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। গভীর রাতে মাটি কাটার সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) (খ)/১৫ (১) ধারায় তাদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি বহনকারী একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
অভিযানে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুখলেছুর রহমান, পুলিশ ও আনসার সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
বিডি প্রতিদিন/আশিক