গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ শওকত হাসান (৪২)। তিনি টঙ্গী দত্তপাড়া ইসলামপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শওকত হাসান মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কের চেরাগআলী কাদেরিয়া গেট এলাকায় পৌঁছলে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছিল।
বিডি প্রতিদিন/একেএ