চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের বিপরীতে ভারতের গেদে ক্যাম্পে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৬ বিজিবির অধিনায়ক জানান, সমন্বয় সভায় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শূন্য সীমান্তে হত্যা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ; সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও যেকোন স্থাপনা নির্মাণের বিষয়ে সম্পাদিত চুক্তি যথাযথভাবে প্রতিপালন এবং সীমান্তে সমঅধিকার চর্চা বিষয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্তের জনগণের নিরাপত্তা ও সুন্দর জীবন নিশ্চিত করার লক্ষেও আলোচনা হয়।
সমন্বয় সভায় বাংলাদেশের পক্ষে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মো. মারুফুল আবেদীন ও ভারতের পক্ষে কৃষ্ণনগর সেক্টর কমান্ডার শ্রী রাজিব প্রাতিহাস্ট উদিত নেতৃত্ব দেন। এ সময় উভয় দেশের বিজিবি ও বিএসএফ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ