নারীর অধিকার নিশ্চিত এবং নারীদের প্রতি বৈষম্য নিরাসনে সচেতনতার লক্ষ্যে নেত্রকোনায় লোকগীতি ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা সদরের মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ নারী প্রগতি সংঘ এই পথনাটকের আয়োজন করে।
সংস্কৃতিকর্মী জুয়েল রানার রচনা ও নির্দেশনায় নাটকে লোকগীতি পরিবেশন করেন বাউলশিল্পী গোলাম মৌলা। এ সময় গানের মাধ্যমে শিশুদের নিয়মিত বিদ্যালয়ের পাঠানো এবং নারী স্বাস্থ্য ও সামাজিক সচেতনতায় নানা পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশন তুলে ধরে নারী প্রগতি সংঘ ও স্থানীয় শিল্পী-গোষ্ঠী।
বিডি প্রতিদিন/মুসা