গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস এ আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. এনামুল হক তালুকদার ও পল্লী উন্নয়নকর্তা জ্যোতি প্রকাশ মল্লিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, ছাত্র প্রতিনিধি জসীম উদ্দীন, ইদ্রিস আলী, হাসিবুল ইসলাম সাগর, উদ্যোক্তা লাবনী অধিকারী, চিন্ময় পাল, মরিয়ম খানম, মো. আজিবর রহমান ও প্রতিবন্ধী উদ্যোক্তা মো. বাবুল গাজী প্রমুখ।
এ আলোচনা সভায় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই