কুড়িগ্রামে টেরেডেস হোম এর কারিগরি সহায়তা এবং অলিম্পিক রিফুজি ফাউন্ডেশনের অর্থায়নে সলিডারিটির স্পিরিট প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার দিন ব্যাপী এক যৌথ ভিজিট কার্যক্রমে কিশোর কিশোরীদের হ্যান্ডবল ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে কিশোর-কিশোরীদের নিয়ে বিভিন্ন সেশনের অংশ হিসেবে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় কিশোর-কিশোরীরা এ দুটি খেলায় অংশগ্রহণ করে। এতে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন সলিডারিটির নির্বাহী পরিচালক এস এম হারুন অর রশিদ লালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খেলোয়াড় নির্বাচন বোর্ডের সদস্য রবিউল হাসান খান মনা, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পরিচালক কামরুল ইসলাম কিরণ, বিকেএসপির অ্যাথলেটিক কোচ দ্রুততম মানবী ফৌজিয়া হুদা জুই, অপরাজেয় বাংলাদেশের সভাপতি-সাবেক জাতীয় খেলোয়াড় ও মহিলা ফুটবল কোচ রেহানা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ