প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন বাস স্টেশনে আয়োজিত সমাবেশ তিনি এই আহবান জানান।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্র নিয়ে পতিত ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলার দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়।
আরিফুল হক চৌধুরী আরো বলেন, পতিত সরকারের দোসরদের ছাড় দেয়া যাবে না। তাদের কারণে দ্রব্যমূল্য আজ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। আগামী রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে৷
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন'র সভাপতিত্বে ও সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী সাম্প্রতিক সময়ে জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে যোগ দেন। কানায় কানায় ভরে ওঠে পুরাতন বাস স্টেশন। বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা৷
বিডি প্রতিদিন/হিমেল