ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনরত অবস্থায় আটক করে সাতজন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ এই অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন-মো. অনিক, মো. জাহাঙ্গীর আলম, মো. সাজিদ, মো. হেলাল উদ্দিন, মো. শাওন মিয়া, মো. সফিকুল ইসলাম ও মো. রিমন মিয়া। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, পৌর এলাকার পুনিয়াউট ও কাউতলী সেতু এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
বিডি প্রতিদিন/এমআই