নাটোরের সিংড়ায় শালমারা গ্রামে হয়ে গেল দিনব্যাপী মাছ ধরা উৎসব। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে মাছ ধরা উৎসবে অংশগ্রহণ করেন গ্রামের শত শত মানুষ। ৮২ বছরের অধিক সময় ধরে গ্রামটিতে আয়োজন করে আসছে এ উৎসব।
এ উৎসব ঘিরে আনন্দ মেতে ওঠেন গ্রামবাসী। এ মাছ ধরা উৎসব দেখতে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ও মানুষজন ভিড় করেন পুকুরের চারপাশে।
সরেজমিনে দেখা গেছে, নাটোর জেলা সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে একটি পুকুরে সৌখিন শিকারিরা মাছ ধরছেন। শতাধিক শিকারি ওই পুকুরে নৌকা, কলাগাছের ভেলা দিয়ে সকাল থেকে মাছ ধরেন। এই মাছ ধরা উৎসব দেখতে বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ ভিড় করেন।
উৎসবে শিকারিদের অনেকেই নানা প্রজাতির মাছ ধরেছেন। পানিতে জাল টেনে হইহুল্লোড় আর উল্লাসে মাছ ধরেন তারা। এই মাছ ধরা দেখতে অনেকের আত্মীয়-স্বজনরা এখানে বেড়াতে এসেছেন।
মাছ ধরা উৎসবে আসা সাকিব নামে একজন বলেন, প্রতি বছর এই আয়োজন করা হয়ে থাকে। আমরা এখানে আসি। মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। দেখে মনে হয় বাঙালির চিরচেনা সেই ঐতিহ্য ফিরে এসেছে।
শিকারিদের অনেকেই রুই, কাতলা, চিতল-ফলি, তেলাপিয়া, নানা ধরনের কার্পসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ ধরেন। কেউ কেউ একাধিক ধরলেও কেউ ফেরেন সামান্য মাছ নিয়ে। যারা বড় মাছ শিকার করেছেন তাদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ।
তবে মাছ শিকারিরা বলেন, মাছ পাওয়া বড় বিষয় নয়; এখানে অংশ নিয়েছি এটাই আনন্দের। সৌখিন মৎস্য শিকারি কাহার আলী বলেন, মাছ ধরতে আমার ভালো লাগে। অনেক মাছ পেয়েছি। তাই খুশি একটু বেশিই।
বিডি প্রতিদিন/একেএ