ফরিদপুরের বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এ মঙ্গলবার সকাল পর্যন্ত দুই জনপ্রতিনিধিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতদের মধ্যে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে।
জেলায় গ্রেফতারকৃতরা হলেন জেলার সারথা উপজেলার গট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান লাভলু. ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সক্রিয় কর্মী, পল্লীবেড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান, একই উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব ভুইয়া, ভাঙ্গা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম, নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরান মাতুব্বর, একই উপজেলার লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এবং আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল মেম্বার, একই উপজেলার বারাংকুলা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ সেলিম।
এছাড়া, মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকির আহম্মেদ টোকন, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. তারেক ওরফে শান্তকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ