আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফের চার দিনব্যাপী বিশ্ব ইসলামি মহাসম্মেলন। মঙ্গলবার বাদ ফজর বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সম্মেলন উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকান-জাকেরান ও ভক্তবৃন্দ দরবার শরিফে জমায়েত হয়েছিলেন বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে।
গত ৮ ফেব্রুয়ারি বাদ আসর থেকে শুরু হয় ইসলামি এ মহাসম্মেলন। চারদিন ব্যাপী এ সম্মেলনে নফল ইবাদত, মিলাদ মাহফিল, জিকির-আসকার, ওয়াজ-নসিয়ত, দফায় দফায় ইসলামী আলোচনা ও ধমীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ সম্মেলনের।
জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহসূফি খাজা ফরিদপুরী ছাহেবের স্মরণে সদরপুরের বাইশরশি জাকের মঞ্জিলে প্রতি বছরের মতো এবারও চারদিনব্যাপী এ বিশ্ব ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এএ