চাঁদপুরের হাজীগঞ্জে গেল বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও কর্মচারীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার ৫ আসামিকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহারের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন মহিন উদ্দিন (২৫), রাসেল ওরফে গোদা রাসেল (৩০), শুকু ওরফে শুকুর আলম (৪৮), আদর কাশারী (২০) ও রায়হান কাশারী (২৫)। আসামিরা হাজীগঞ্জ উপজেলার শ্রমিকলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এসব তথ্য নিশ্চিত করেন সরকার পক্ষের আইনীজীবী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কোহিনুর বেগম। সহযোগী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুল ইসলাম মন্টু, এপিপি ইয়াসিন আরাফাত ইকরাম ও মুজাহিদুল ইসলাম সাদ্দাম। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো: ইমাম হোসাইন।
বিডি প্রতিদিন/এএ