মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ৪টি ইটভাটা থেকে সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করেছেন। সেই সঙ্গে এসব ইটভাটাগুলোর কোনও বৈধ কাগজ না থাকায় সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, অবৈধ এসব ইটভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। এছাড়া ইট পোড়ানোয় কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ ব্যবহারের অভিযোগ রয়েছে।
অভিযানে মেহেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর আহমেদ, বামুন্দি ফায়ার সার্ভিস ও গাংনী থানা পুলিশের একটি দল অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ