দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের আতাউর রহমানের নির্মাণাধীন ভবনের পাশে পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
টঙ্গীবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলী এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত অস্ত্রটি গত বছরের ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানা থেকে লুট হয়। থানার অস্ত্র তালিকা দেখে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় যে মামলা হয়েছিল, সেই মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হবে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, উদ্ধার হওয়া চাইনিজ রাইফেলটি গত ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানাতে হামলার পর লুট হওয়া অস্ত্র বলে তিনি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই