মানিকগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ মডেল হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা ও স্কুলের প্রধান শিক্ষক কাজী শারমিন সুলতানা।
এই ক্রীড়া প্রতিযোগিতার ৮টি ইভেন্টে ৮০ জন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল