পেকুয়ায় লাইসেন্সবিহীন দুটি ইটভাটা সিলগালা করা হয়েছে। একটি ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ইটভাটায় পৃথক অভিযান পরিচালনা করেন।
সোমবার উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা ও টইটং ইউপির নাপিতখালী এলাকায় অবৈধভাবে গড়ে উঠা মুহাম্মদ মহসিন এর মালিকানাধীন আরবিএম এবং আহমদ নবী এর মালিকানাধীন এবিএম নামক দুটি ইটভাটায় অভিযানে যান উপজেলা প্রশাসন। এসময় বৈধ কাগজপত্র না থাকায় পরিবেশ বিধ্বংসী ইটভাটা দুটি সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালত।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, বারবাকিয়া ও টইটংয় এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৪ টি মেশিন এবং আরবিএম ইটভাটার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। ইটভাটা দুটিতে পরিবেশ অধিদপ্তরের কোন ধরণের ছাড়পত্র না থাকায় সিলগালা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম