বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। বর্তমান সরকারের প্রতি অনুরোধ, যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। এ দেশের যুব সমাজ ভোটার হওয়ার পর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ভোটাধিকার বঞ্চিত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাইচাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। কারণ একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দেশের প্রতিটি সেক্টরের সংস্কার করা প্রয়োজন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে এবং দেশের টাকা লুট করে দেশ থেকে পালিয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, একটি সুন্দর রাষ্ট্র গড়ার জন্য এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়েছে, দেশে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। একজন ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে।
শামা ওবায়েদ বলেন, বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে মানবিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিএনপি কোনো দলীয়করণ করবে না। যোগ্যতার ভিত্তিতে সবার চাকরি দেবে। আমাদের মা বোনেরা তাদের ছেলে-মেয়ে নিয়ে যাতে তিন বেলা ভালো মন্দ খেতে পারে সেই লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি কার্ড চালু করবে বিএনপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, সহসভাপতি মাহাবুব আলী মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল মুন্সী সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম