ঝালকাঠিতে বাসচাপায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব সহকারী শুকদেব মন্ডল (২৫) নিহত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকদেব মন্ডল ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি গ্রামের মৃত. দেবেন্দ্র মণ্ডলের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, বিদ্যালয়ের কাজ শেষ করে ঝালকাঠি শহর থেকে রাজাপুরের বাগড়ি এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণে যান তিনি। সেখান থেকে অটোরিকশা যোগে নিজ বাড়ি দেউলকাঠিতে ফিরছিলেন। হঠাৎ তিনি অটোরিকশা থেকে ছিটকে পরলে একটি বাস চাপা দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘অটোরিকশা থেকে পরে বাস চাপায় শুকদেব মন্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা