পাবনার ঈশ্বরদী উপজেলায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জাকারিয়া পিন্টুসহ ৩ বিএনপি নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়।
এ সময় ফুলের মালা নিয়ে জেল গেটে উপস্থিত হন ঈশ্বরদী ও পাবনার শত শত নেতাকর্মী। জেল থেকে বের হওয়ার পর ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন উপস্থিত নেতাকর্মীরা।
পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্তি প্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আজ আমরা স্বৈরাচার শেখ হাসিনার দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষা পেয়েছি। এ সময় ন্যায়ের পথে দলকে আরও সুসংগঠিত করে উন্নত দেশ নির্মাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পরে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া, টেবুনিয়া, দাশুরিয়া হয়ে ঈশ্বরদী বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, জাকারিয়া পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ