নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় ওয়াহিদুজ্জামান (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
গতকাল রবিবার রাত সোয়া ৯টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদুজ্জামান নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রামের উত্তরপাড়া গ্রামের সফিয়ার রহমানের ছেলে। তিনি নওগাঁ জেলায় আরএফএল কোম্পানিতে চাকরি করতেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেল চালিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রামের উত্তরপাড়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন ওয়াহিদুজ্জামান। পথিমধ্যে কামারপুকুর বাজারে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম