গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি ফেনী জেলা।
আজ রবিবার বিকালে বিক্ষোভ মিছিলটি ফেনী শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে খেজুর চত্বর, প্রেস ক্লাব, বড় মসজিদ, এস.এস.কে রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলকালে নেতৃবৃন্দ ‘আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিস্টদের ঠাঁই নাই, বাংলার বুকে ঠাঁই নাই’, ‘বিচার চাই বিচার চাই, আমরা ভাইয়ের উপর হামলার বিচার চাই’সহ নানা স্লোগান দেন।
এসময় বক্তারা বলেন, 'গাজীপুরে শিক্ষার্থীদের ওপর খুনি আ ক ম মোজাম্মেল হক ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসর সন্ত্রাসীরা হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। ঘটনায় জড়িতদের বিচার না করলে ছাত্র-জনতা আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ার দেন তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন