নওগাঁয় আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের তৈরি করা ব্লক প্রিন্টের পোশাক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
একই দিনে নওগাঁ শহরের জেলখানার মোড় এলাকায় অবস্থিত আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত এই উৎসবে অভিভাবকদের তৈরি করা হরেক রকমের পিঠা-পুলি-পায়েস প্রদর্শন করা হয়। দিনব্যাপী এ উৎসবে নকশা পিঠা, ঝিনুক পিঠা, পাকান, জামাই পিঠা, দুধ পুলি, ক্ষির সন্দেশ, সুজির পাটি সাপ্টা, পায়েসসহ প্রায় ৩০ রকমের পিঠার প্রদর্শন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা-পুলির সাথে পরিচয় করানোর উদ্দেশ্য এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
প্রতিবন্ধী শিশুদের হাতে তৈরি ব্লক প্রিন্টের পোশাক বিক্রিয় কেন্দ্রের উদ্বোধন এবং পিঠা উৎসবে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও আশার আলো বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাদিয়া আফরিন।
বিডি প্রতিদিন/নাজমুল