বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেয়। তিনি জনগণ থেকে পালিয়ে গিয়ে জীবন বাঁচিয়েছেন। যদি জনগণের হাতে পড়তেন, তাহলে তিনিই জানেন তার অবস্থা কি হতো। কি কারণে তাকে পালিয়ে যেতে হয়েছে তিনি সেটিও জানেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার দীর্ঘ দিনের স্বৈরশাসন, অন্যায়, অত্যাচার, মানুষের বাক স্বাধীনতা হরণ থেকে শুরু করে গুম, খুনসহ এমন কোন অপকর্ম নেই যেটা শেখ হাসিনা এবং তার সরকার করে নাই। তারপর সে ভারতে বসে এখন উস্কানি দিচ্ছে। কিছু কিছু লোক উনার উস্কানির ফাঁদেও পড়ছে। বিএনপি কোন উস্কানির ফাঁদে পড়ছে না। এই নেতা বলেন, দ্রুত নির্বাচন হলে দেশের বর্তমান যেসব সমস্যা আছে, সেগুলো দ্রুত সমাধান হবে।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী মো: মনিরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ভিখারুদ্দৌলা চৌধুরী, মো: সামসুল আলম মোল্লা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর হুদা, সদস্য অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো: বোরহান উদ্দিন, আলমগীর হোসেন, খালেকুজ্জামান, আনিসুর রহমান ও আতাউর রহমান।
আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন মফিজুল ইসলাম শান্ত, মেহেদী হাসান রাফি, আবু নাসের শ্যামল, হেদায়েত উল্লাহ প্রধান, দেওয়ান গুলজার আলম, লায়ন এসএম মতিউর রহমান, এড. এসএম মফিজুল ইসলাম, মো: আলাউদ্দিন খান ও আশরাফুল ইসলাম শিকদার। মো: জিয়াউদ্দিন ও জাকির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীন। এদিন সকালে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এএ