নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষকদল মথুরাপুর ইউনিয়ন শাখার সভাপতি বদিউজ্জামান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ যত লীগ আছে এরা সব ভারতের। ওরা বাংলাদেশের না, ওরা এদেশের না। ওরা হচ্ছে ভারতের।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হত্যা করেছে খুনি হাসিনা। শুধু তাই নয় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা। এতকিছু করার পর বেগম খালেদা জিয়া এ দেশের সঙ্গে কোনোদিন বেঈমানি করেননি।
কৃষকদের উদ্দেশ্যে ফজলে হুদা বাবুল বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে সব জিনিসপত্রের দাম বেড়েছে। কাণে তারা সব জিনিসপত্রের সিন্ডিকেট করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা যদি আগামীতে ক্ষমতায় আসতে পারি তাহলে ভুর্তুকি দিয়ে কৃষকদের বীজ, সার, কীটনাশকসহ কৃষকদের উৎপাদিত সব পণ্যে ভ্যাট মওকুফ করবো।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবিব লিটনসহ উপজেলার আটটি ইউনিয়নের কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম