ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় চার নারীসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চারজন পালিয়ে যান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটককৃতদের ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের ববি রায় (৪৫), অন্তর রায় (১৭), অপু রানী (১৫), কবিতা রাণী রায় (৪০) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭)।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের নওডাঙ্গা গ্রামের ৩৩২/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে নয়জন নারী-পুরুষ। পরদিন শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চার জন নারী ও একজন পুরুষকে আটক করা হয়।
বিজিবি টহল দল ওই পাঁচজনকে আটক করে। পালিয়ে যায় চারজন। পালিয়ে যাওয়া চারজন হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জঙ্গলীপীর গ্রামের কংকর চন্দ্রের ছেলে সমারু (৩৫), হেকাম উদ্দিনের ছেলে আব্দুর সোবহান (৫০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মধ্য ভবানীপুর গ্রামের মৃত বাহের উদ্দিনের ছেলে কফিল উদ্দিন (৫৫), মৃত আব্দুল কাফিরের ছেলে জিয়াউর রহমান (৩০)।
তিনি আরও জানান, আটক হওয়া পাঁচজন এবং পালিয়ে যাওয়া চার জনের নামে বিজিরি পক্ষ থেকে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)ক/১১/২ ধারায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম