‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বরিশালে শুরু হয়েছে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও বিভাগীয় প্রশাসনের বাস্তবায়নে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বরিশাল ষ্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন। বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদসহ খেলোয়াড় বৃন্দ।
টুর্নামেন্টে মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১১ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/জামশেদ