ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল থেকে এই প্রথম একটি যাত্রীবাহী বাস (যার রেজিস্ট্রেশন নং- ১৪-৭৮৫৩) চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১২টার দিকে ঝিনাইদহ লাইন পরিবহনের এ বাসটি চুরি হয়ে গেছে।
বাসের চালক সাদিক রাকিব জানান, নাটোরের লালপুর থেকে ঝিনাইদহ টার্মিনালে বাসটি রেখে বাড়িতে যান। পরে ফিরে এসে দেখেন বাসটি সেই জায়গায় নেই।
টার্মিনাল এলাকার এক চা দোকানি বলেন, হঠাৎ করে এক অচেনা লোককে এসে বাসটি চালিয়ে নিয়ে যেতে দেখেছি। তবে তিনি কে তাতো আমি জানি না।
ঝিনাইদহ লাইন পরিবহনের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, টার্মিনাল থেকে রাত ১২টার দিকে বাসটি চুরি হয়ে গেছে। বিষয়টি জানার পর আমাদের পক্ষ থেকে মৌখিকভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। দেখা যাক পুলিশ প্রশাসন কতদূর কি ব্যবস্থা গ্রহণ করতে পারে?
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, ‘টার্মিনাল থেকে বাস চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বাসের খোঁজে পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল