ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন উপজেলার ধরখার ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধরখার ইউনিয়নের বেশ কিছু জায়গা থেকে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকার ইটভাটায় নিয়ে যাচ্ছে একটি চক্র। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান চালানো হয়। এখনও নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ