চুয়াডাঙ্গার কেরু চিনিকলের শ্রমিক ও আসন্ন শ্রমিক ইউনিয়ন নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসান রুপমের বদলিকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছে কেরুর সর্বস্তরের শ্রমিক-কর্মচারিরা। বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার সন্ধ্যা ৬টায় কেরু চিনিকল কার্যালয়ের সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।
এসময় বক্তারা বলেন, সৌমিক হাসান রুপমকে ১৫ দিনের ব্যবধানে দু’দফা হয়রানীমূলক বদলি আদেশ দেয়া হয়েছে। আগামী রবিবারের মধ্যে এ শ্রমিকনেতার বদলি আদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। প্রয়োজনে নির্বাচন বন্ধসহ কেরু চিনিকল অচল করার কর্মসূচি দেয়া হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন কেরু চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ আহাম্মেদ, তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ