পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে প্রতিযোগীতামূলক ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজন ১২টি ইউনিয়ন পরিষদর এতে অংশগ্রহন করে।
অংশগ্রহনকৃত নৌকাগুলো আন্ধারমানিক নদীর পৌর শহরের হেলিপ্যাড মাঠ প্রান্ত থেকে মাঝের খেয়া পর্যন্ত গিয়ে আবার হেলিপ্যাড মাঠে ফিরে আসে। প্রতিটি নৌকার দৈর্ঘ্য ১৩০ ফুট এবং প্রস্থ ৫২ ইঞ্চি। এর কোনটিতে ৬০ এবং কোনটিতে ৭০ থেকে ৮০ জন মাঝি মাল্লা রয়েছে। এ নৌকাগুলো গোপালগঞ্জ ও মাদারিপুর এলাকা থেকে নিয়ে আসা হয়। কলাপাড়ার ইতিহাসে এই প্রথম বর্ণাঢ্য আয়োজনে এ নৌকাবাইচ দেখার জন্য স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ হাজারও উৎসুক জনতা নদীর দুই পাড়ে ভিড় জমায়। অনুষ্ঠানে সভাপত্বি করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। নৌকাবাইচ প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
আয়োজক কমিটির আহবায়ক কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, নৌকা বাইচ সফল করার লক্ষে নদীতে ফায়ার সার্ভিস, নৌ-পুুলিশ ও মেডিকেল টিম ছিলো। সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগীতায় লতাচাপলী প্রথম, ধানখালী দ্বিতীয় ও মিঠাগঞ্জ ইউনিয়ন তৃতীয় স্থান অধিকার করেছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম