বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের বর্ষপূর্তিতে দরিদ্র পরিবারে মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব চত্বরে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহসিন আলী রাজু। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়ার ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি মার্জান আহাদ, জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদার, সাংবাদিক রাকিবুল হাসান শান্ত, রবিউল ইসলাম, সোহাগ আলী, সাফায়াত সজল, রাসেল মাহমুদ, এমদাদুল হক, তানসেন আলী মন্টু, আব্দুল মান্নান, তানভীর রহমান, রসুল খন্দকার, সালমির আহমেদ, ফরিদ উদ্দিন প্রমুখ। সপ্তাহব্যাপী চলবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
বিডি প্রতিদিন/হিমেল