পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। শান্তার মৃত্যুর পর শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
নিহত শান্তা ইসলাম ওই এলাকার শাকিল খানের স্ত্রী। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন, একজন নিহত হয়েছে। এখন সবকিছু বিস্তারিত বলা যাচ্ছে না। এলাকায় টিম রয়েছে। আমরা কাজ করছি।
বিডি প্রতিদিন/আশিক