পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদরে থাকা সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীর ভাই নূরে আলম সিদ্দিকী শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাসের বাড়ি ও উপজেলা আওয়ামী লীগের অফিসেও ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুরু করে রাত দশ টা পর্যন্ত এসব ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা উপজেলা সদরের কাছে একত্রিত হয়ে একটি মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগ অফিস, সাবেক মন্ত্রী ও এমপি শ ম রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী শাহীনসহ অন্য নেতাদের বাড়িতে হামলা করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। গত ৫ আগস্টের পর থেকে রেজাউল করিম আত্মগোপনে।
এর আগে বুধবার রাতে পিরোজপুর সদরে থাকা সাবেক আরেক এমপি একেএমএ আউয়াল, সাবেক মেয়র হাবিবুর রহমান মালেক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ভাঙচুর চালানো হয় সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।
বিডি প্রতিদিন/নাজমুল