বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রংপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর মেডিকেল মোড় থেকে একটি র্যালি শহরের বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে টাউন হল প্রধান ফটকে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রংপুর জেলা শাখার সভাপতি ফিরোজ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইসলামি ছাত্রশিবির রংপুর জেলা শাখার সেক্রেটারি হামিদুর রহমানসহ জেলার ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দরা নানা প্লাকার্ড হাতে নিয়ে র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন। এছাড়া মহানগর ছাত্রশিবিরও নগরীতে র্যালি বের করে।
বিডি প্রতিদিন/একেএ