বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি পৌরসভা চত্ত্বর থেকে সংগঠনটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে রাঙামাটি জামায়াত ইসলাম, ইসলামী ছাত্রশিবির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। পরে র্যালিটি শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংগঠনটির রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম শফি সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল আলিম। এছাড়া রাঙামাটি পৌর জামায়াতে ইসলামীর আমীর আব্দুস সালাম, এ্যাডভোকেট হারুন নূর রশিদ, এ্যাডভোকেট রহমত উল্লাহ ও রাঙামাটি ইসলামী ছাত্র শিবিরের সাধারণ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
রাঙামাটি জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল আলিম বলেন, যারা জুলুম করে তারা কোনদিন ক্ষমতায় থাকতে পারেনা। ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের উপর জুলুম অত্যাচার করার কারণে ধ্বংস হয়েছে। ইসলামী ছাত্রশিবিরকে দেশের মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আলোর দিশারী হয়ে কাজ করার আহবান জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ