নেত্রকোনায় শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার দায়ে রমাজান মিয়া নামক এক ব্যক্তিকে জেলে পাঠিয়েছে আদালত। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রমজান জানায়, পূর্ব পরিকল্পনায় স্ত্রীকে ঢাকা থেকে খবর দিয়ে এনে বাজার থেকে রশি কিনে নিয়ে রাতে ঘুমালে গলায় প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে সে।
আজ বৃহস্পতিবার নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন। গত কালবুধবার (৫ ফেব্রুয়ারি) ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি শেষে রাতেই জেল হাজতে প্রেরণ করা হয় তাকে।
এর আগে সকালে সদর উপজেলার আমতলা ইউনিয়নের পোড়াবাড়ি গ্রাম থেকে রমজানের স্ত্রী সালমা আক্তার (২৪) এর মরদেহ উদ্ধার করা হয়। স্বামীর শোবার ঘরের বিছানা থেকেই মরদেহটি উদ্ধার করে মডেল থানার পুলিশ। পরে বিকালে সন্দেহজনকভাবে রমজানকে আটক করে। এদিকে গৃহবধূ সালমার ভাই মো. সবুজ মিয়া বাদী হয়ে বোনের স্বামী রমজান মিয়াসহ আরও তিন জনের নাম উল্লেখ করে মোট চারজনকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেন।
বিডি প্রতিদিন/জামশেদ