টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) বিশেষ অভিযানে ফের ৪ লাখ পিস ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নাফ নদের তীরবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় চালান আসতে পারে- এমন খবরে- আদমের জোড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে বিজিবি সদস্যরা।
৬ ফেব্রুয়ারি ভোরে ৪-৫ জন ব্যক্তি নৌকাযোগে নাফ নদের সীমান্তের শূন্য লাইন অতিক্রম বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
ওঁত পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা সীমান্তের ওপারে পালিয়ে যায়।
পরে কেওড়া জঙ্গল, নদীর তীর এবং তৎসংলগ্ন বিভিন্ন স্থানে তল্লাশি করে পাচারকারীদের ফেলে যাওয়া ও কর্দমাক্ত স্থানে পুঁতে রাখা চারটি (বিশেষভাবে মোড়কজাত) ব্যাগ ও বস্তা থেকে চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা প্রচলিত আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ